পাড়ে বসেছিলেন, ভাঙনে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১২ সেপ্টেম্বর ২০২১

লক্ষ্মীপুরের রামগতিতে ভাঙনকবলিত মেঘনা নদীর পাড়ে বসেছিলেন বৃদ্ধ আবদুল মালেক (৬৫) ও বশির আহম্মদ (৭৪)। হঠাৎ পাড় ভেঙে দুজনই নদীতে পড়ে যান। তাৎক্ষণিক বৃদ্ধ বশির কূলে উঠে আসতে পারলেও স্রোতে হারিয়ে যান মালেক।

এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জারিরদোনা মাছঘাটের পশ্চিমে এ ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে মালেককে উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু তীব্র স্রোতে তার খোঁজ মেলেনি। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ মালেক উপজেলার বালুরচর এলাকার সোনালী গ্রামের আলী হোসেনের ছেলে।

রোববার সকালে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়েও মালেকের খোঁজ পায়নি৷ এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আবারও চেষ্টা চালানো হবে।

কাজল কায়েস/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।