কবিরহাটে মুজিব শতবর্ষের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তারের সভাপতিত্বে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে স্কুল পর্যায়ে প্রথম হয়েছে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে প্রথম হয়েছে চাপরাশিরহাট ইসমাইল কলেজ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা বিতর্কের মাধ্যমে বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয়ে জানছে এটাই আমাদের পাওয়া

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।