ভৈরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১

ভৈরবে রফিকুল ইসলাম রফিক নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের চন্ডিবের এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২০১৫ সালে ভৈরব থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করা হয়। ২০১৭ সালে ওই মামলার রায় ঘোষণা হলেও তিনি ওই সময় থেকে পলাতক।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।