প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২১

নড়াইলের কালিয়ায় নিজের নতুন কেনা প্রাইভেটকার চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত হয়েছেন খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইট (৫২) ও তার সঙ্গী শওকত সরদার (৫৭)।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বড়দিয়া-নড়াগাতি সড়কের সীবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাড়ির ভেতরে থাকা স্থানীয় একটি মাদরাসার শিক্ষক মো.অলিউল্লাহ প্রাণে বেঁচে যান।

সুইট খান মৃত খান আব্দুল হাইয়ের ছেলে এবং কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমানের ভাই এবং শওকত সরদার বড়দিয়া ইউনাইটেড ডিগ্রি মহাবিদ্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ইদ্রিস মোল্লা জানান, খান রাসেল সুইট বুধবার রাত ১১টার দিকে নিজের নতুন প্রাইভেটকার চালিয়ে সীবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে থামেন। গাড়ি ঘুরিয়ে বড়দিয়ার দিকে ফিরে যাওয়ার সময় রাস্তার ওপর কাঁদা থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যান তিনি। এতে গাড়িটি খালে তলিয়ে যায়। গাড়িতে থাকা মাদরাসা শিক্ষক অলিউল্লাহ কোনোরকমে বের হয়ে আসতে পারলেও বাকি দুজন বের হতে পারেননি। পরে স্থানীয়রা পানিতে নেমে চেয়ারম্যান ও তার সঙ্গী শওকতের মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই খান শামীমুর রহমান বলেন, ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে নতুন গাড়ি কিনে এনেছিলেন সুইট। সেই গাড়ি চালাতে গিয়েই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বড়দিয়া কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন, নিহত চেয়ারম্যানের ভাই কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমানে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

হাফিজুল নিলু/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।