সাতক্ষীরায় ড্রেন থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরার আশাশুনিতে একটি ধান ক্ষেতের পানির ড্রেন থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৭সেপ্টেম্বর) উপজেলার শোভনালী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে রশিদ মোল্লা (২৩) এবং একই এলাকার রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২০)।

স্থানীয়রা জানান, এলাকার কয়েকজন কৃষক শুক্রবার ভোরে মাঠে কাজ করতে যেয়ে মরদেহ দুটি দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

আহসানুর রহমান রাজীব/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।