আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৃত আনছর আলীর ছেলে কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫০)। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, নতুন ঘরের ফ্লোরে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালানোর সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে আশপাশের লোকজন মোটরের সুইচ অফ করে তাদেরকে উদ্ধার করে। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।