আসামি বহনকারী মাইক্রোতে আগুন, দুই পুলিশ দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:০১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামিকে লক্ষ্মীপুর নেওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য দগ্ধ হন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, নোয়াখালী কারাগার থেকে চার আসামিকে লক্ষ্মীপুর নেওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোতে থাকা আসামিদের বেগমগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।