চাকরি পেলেন বিদ্যুৎস্পৃষ্টে নিহত চারজনের পরিবারের সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:২৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত চার পরিবারকে যোগ্যতা অনুযায়ী চাকরি ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

শনিবার (২৫ সেপ্টম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের রহিম মার্কেটে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দেন নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান।

নিহত প্রত্যেকের পরিবারকে নগদ তিন লাখ টাকা এবং নিহত আব্দুর রহিমের মেয়ে ইসরাত জাহানকে ডাটা এন্ট্রি অপারেটর, জুয়েলের বোনকে এমএলএসএস, ইউসুফের স্ত্রীকে পরিচ্ছন্নতা কর্মী, সুমনের স্ত্রীকে পরিচ্ছন্নতা কর্মী পদে সাময়িক নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতি পরিবারকে দাফন কাফনের জন্য নগদ আরও ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফজলুর রহমান ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে জড়িয়ে একই বাড়ির চারজনের মর্মান্ত্বিক মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আবদুর রহিম (৫৫), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো. শহীদ উল্লাহর ছেলে মো. জুয়েল (১৬)।

ইকবাল হোসেন মজনু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।