হাসপাতালের পলেস্তারা খসে পড়ে আহত বৃদ্ধার মাথায় ২৮ সেলাই
সাতক্ষীরা সদর হাসপাতালে ভবনের পলেস্তারা খসে মাথায় পড়ে গুরুতর আহত হয়েছেন আয়েশা খাতুন নামে এক বৃদ্ধা।
শনিবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটলেও অনেকটা গোপনে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।
আয়েশা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী। তার স্বজনরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত নাতিকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনলে জরুরি বিভাগের সামনের কার্নিশের পলেস্তারা খসে আয়শা খাতুনের মাথায় পড়ে। তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করে ২৮টি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়েত জানান, হাসপাতালের ছাদটি দুর্বল হওয়ায় এ ঘটনা ঘটেছে। আহত বৃদ্ধার চিকিৎসার সব ব্যবস্থা আমরা করেছি। দ্রুত ছাদ সংস্কারের জন্য সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠানো হবে।
আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম