লিভার ট্রান্সপ্লান্ট করানো হলো না শিশু মাহিবের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১০ অক্টোবর ২০২১

জন্মগতভাবে ‘বিলিয়ারি এট্রেসিয়া’ রোগে আক্রান্ত শিশু শাফিউজ্জামান মাহিব (৫) আর নেই।
শনিবার (৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে ঢাকার মোহাম্মদপুর মিলিনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ওই হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ২৬ দিন চিকিৎসাধীন অবস্থায় ছিল শিশুটি।

রোববার (১০ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে গ্রামের বাড়ির কাইচকুড়ি গণ কবরস্থানে তার দাফন হয়। মাহিবের মামা আরিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহিবের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামে। বাবা মোহাম্মদ বদিউজ্জামান এক সময় গার্মেন্টসে চাকরি করলেও ছেলের চিকিৎসার জন্য সে চাকরি ছেড়ে দেন। আর মা হাবিবা সুলতানা প্রাথমিক বিদ্যালয়ের চাকরি করছেন।

এর আগে, ২২ সেপ্টেম্বর ‘ছেলের চিকিৎসা করাতে নিঃস্ব বাবা-মা, চান সহযোগিতা’ শিরোনামে জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, জন্মগতভাবে শাফিউজ্জামান মাহিব ‘বিলিয়ারি এট্রেসিয়া’ রোগে ভুগছিল। ছোটবেলা থেকে তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেছেন বাবা-মা। গত পাঁচ বছরে তার চিকিৎসায় ব্যয় হয়েছে এক কোটি ৩০ লাখ টাকা। এর আগে তাকে কলকাতার ফর্টিস হাসপাতাল, ভেলরের সিএমসিতেও চিকিৎসা করানো হয়েছে।

মো. ছগির হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।