ড্রামে ফেনসিডিল পাচারের সময় মাদক কারবারি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৭ অক্টোবর ২০২১

যশোরের বেনাপোল দিয়ে পাচারের সময় ৮৮ বোতল ফেনসিডিলসহ জাকারিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে কাগজপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকারিয়া যশোর জেলার বাঘারপাড়া থানার দাদপুর গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহর নেতৃত্বে কাগজপুকুর বাজারের অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার ওপর প্লাস্টিকের একটি ড্রামসহ জাকারিয়াকে গ্রেফতার করা হয়। পরে ড্রামের ভেতর থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জাগো নিউজকে বলেন, মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতার জাকারিয়াকে যশোর আদালতে পাঠানো হবে।

মো. জামাল হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।