দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ট্রাকের লম্বা সারি
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় পণ্যবাহি ট্রাকের লম্বা সারি তৈরি হয়েছে। ফলে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন চালকরা।
বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্টে থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় সাড়ে ৪ কিমি এবং যানজট মুক্ত রাখতে ঘাট থেকে ১৪ কিমি দূরের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহি ট্রাক প্রায় এক কিমি সড়কে পণ্যবাহি ট্রাকের লম্বা সারি দেখা যায়।
এদিকে, যাত্রীবাহি বাস ও পচনশীল পণ্যবাহি ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহি ট্রাক দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যাবস্থাপক খোরশেদ আলম জানান, দক্ষিণঞ্চলের ২১ জেলার যানবাহনের সঙ্গে শিমুলিয়ার অতিরিক্ত যানবাহনের চাপে সিরিয়াল তৈরি হয়েছে। এছাড়া এ রুটের ২০ ফেরির মধ্যে আজ ১৭টি চলাচল করছে।
রুবেলুর রহমান/এএইচ/জিকেএস