পার্বতীপুর থানার পলাতক আসামি হাকিমপুরে গ্রেফতার
দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার পলাতক আসামি মোকাবুল হোসেনকে (৩২) হাকিমপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে হাকিমপুর পৌরশহরের (হিলির) চুড়িপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি মোকাবুল হোসেন পার্বতীপুর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পার্বতীপুর মডেল থানার গ্রিল কেটে পলাতক আসামি মকবুল হোসেন হাকিমপুর চুরিপট্টি এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সার্কেলের নেতৃত্বে রাতে চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি মোকাবুলকে সার্কেলের নিকট সোপর্দ করা হয়েছে।
মোকাবুল হোসেন পার্বতীপুর থানার দুইটি চুরি মামলার ওরেন্টভুক্ত আসামি।
ইউএইচ/জিকেএস