আমানত শাহ ফেরি উদ্ধারে জেনুইনের ডুবুরি দল পাটুরিয়ায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০১ নভেম্বর ২০২১

পাটুরিয়া ঘাটে ফেরিডুবির ঘটনার ৬ষ্ঠ দিনে আমানত শাহ ফেরি উদ্ধারের তৎপরতা শুরু হয়েছে। সোমবার সকালে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ এ কার্যক্রম শুরু করে।

জেনুয়ান এন্টারপ্রাইজ ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান জানান, জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে রোববার বিআইডব্লিউটিসির চুক্তির পর আজ সকালে তার নের্তৃত্বে ১৬ থেকে ১৭ জনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রাথমিক কাজ করেন। তাদের ৬টি পন্টুলসহ সেল্ফেজ বাজ ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আসার পর সম্পূর্ণভাবে কাজ শুরু করতে পারবেন। আমানত শাহ ফেরির যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সে অংশে ওয়েল্ডিংয়ের চেষ্টা করবেন। না করতে পারলে জোড়াতালি দিয়ে ভাসানো হবে।

সম্পূর্ণ কাজ শুরু করার তিন দিনের মধ্যে ফেরি উত্তোলনে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। তাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ মঙ্গলবার বিকেলের মধ্যে চলে আসবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলসহ রো রো ফেরি আমানত শাহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আসার পর ফেরির তলা দিয়ে পানি প্রবেশ করে কাত হয়ে ডুবে যায়। এ সময় তিনটি ট্রাক নামতে সক্ষম হলেও অন্য যানবাহনগুলো নিয়ে ডুবে যায় ফেরিটি। ঘটনার পর স্থানীয় প্রশাসন ৪ সদস্য ও নৌমন্ত্রণালয় ৭ সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।

ঘটনার পর উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজাসহ ৫টি সংস্থা। অভিযানের চতুর্থ দিনে যোগ দেয় রুস্তম। এখন পর্যন্ত ১৪টি ট্রাক, কার্ভাডভ্যান ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তালিকা অনুযায়ী সবগুলো যানবাহন উদ্ধার করা হয়েছে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।