বোচাগঞ্জে আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০২ নভেম্বর ২০২১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির এক জরুরি সভায় তাদের বহিষ্কার করা হয়।

দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচনে অংশগ্রহণ করায় এই আট নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন-বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ১ নম্বর নাফানগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আফছার আলী, ৫ নম্বর ছাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. খাদেমুন্নবী চৌধুরী বাদল, ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, ৬ নম্বর রনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মো. আমিনুল হক, ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মাহফুজুর রহমান ও মো. রফিকুল ইসলাম।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফছার আলী স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়, আজ থেকে বহিষ্কৃতদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমদাদুল হক মিলন/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।