‘প্রার্থী মনোনয়নের পর বিরোধিতা বরদাস্ত করা হবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৬ নভেম্বর ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী সিলেকশনের পরে তাদের বিরোধিতা বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নৌকা নয়। যারা দেশ ও স্বাধীনতার বিপক্ষে তারা আমাদের বিরোধী। নিজেরা নিজেদের বিরোধী না ভেবে দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষে কাজ করতে হবে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এখনো করোনার টিকা নেননি, তারা দ্রুত নিয়ে নিবেন। ১৮ বছরের ঊর্ধ্বে সবার জন্য করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে। যারা ভোটার হননি। তাদের বিকল্পভাবে টিকা নেওয়া যাবে। এছাড়া ১২-১৭ বছরের শিশু-কিশোরদেরও টিকা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে এখনো দিনে দুই হাজার লোক করোনায় মারা যাচ্ছে। রাশিয়া, ইউরোপ ও ভারতে মৃত্যুর হার অনেক বেশি। কিন্তু বাংলাদেশের মৃত্যু হার অনেক কম। শুক্রবার মাত্র তিনজন মারা গছে। এজন্য সবাইকে দ্রুত টিকা নেওয়ার জন্য এবং স্বাস্থ্যবিধি মানার আহবান জানাচ্ছি।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পদকরা।

বি.এম খোরশেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।