স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২১ নভেম্বর ২০২১

ফেনীতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী মো. এয়াছিনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২১ নভেম্বর) ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের মোস্তফার মেয়ে শিরিন আক্তারের সঙ্গে বিয়ে হয় একই এলাকার আহসান উল্লাহর ছেলে মো. এয়াছিনের। বিয়ের পর পারিবারিক কলহের কারণে তাদের সংসারে বিবাধ লেগেই থাকতো। একপর্যায়ে ২০১৯ সালের ৫ মার্চ অন্তঃসত্ত্বা শিরিনকে বৈদ্যুতিক শক লাগিয়ে হত্যা করেন এয়াছিন। ৭ মার্চ এ ঘটনায় ফেনী মডেল থানায় নিহতের মা রেজিয়া বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।

গত বছরের ১৮ জানুয়ারি এয়াছিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। আদালত এ ঘটনায় আটজনের স্বাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আলতাফ হোসেন জানান, রায় ঘোষণাকালে আসামি মো. এয়াছিন কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী আবদুস ছাত্তার বলেন, রায়ের কপি নিয়ে উচ্চ আদালতে আপিল করবো।

আদালতের পিপি হাফেজ আহাম্মদ জানান, আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নিজেই স্ত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।