সোনাগাজীতে ১৫ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:২১ পিএম, ২৫ নভেম্বর ২০২১

ফেনীর সোনাগাজীতে আকবর হোসেন (৪২) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বক্তারমুন্সি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আরফান আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই তালিকাভুক্ত পলাতক আসামি আকবর হোসেনকে গ্রেফতার করা হয়। একই রাতে সাত মামলার পলাতক আসামি সালাউদ্দিন ওরফে মিয়া সাবকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সালাউদ্দিন একই উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামের বেচু সর্দার বাড়ির আলী আকবর ওরফে লেদু মিয়ার ছেলে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেফতার আকবর হোসেনের নামে বিভিন্ন অপরাধে ১৫ মামলা ও অন্য আসামি সালাউদ্দিনের বিরুদ্ধে সাত মামলা রয়েছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।