ইউপি নির্বাচনে পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৮ নভেম্বর ২০২১

ফেনীর ছাগলনাইয়ার পাঁচটি এবং পরশুরামের তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ। এই ইউনিয়নের নির্বাচনে পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) রাতে জেলা পুলিশের মিডিয়া বিভাগের পরিদর্শক মো. হাসান ইমাম এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পুলিশিং কাজের গতি বাড়ানোর জন্য পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে আলোকে রোববার ফেনীর আটটি ইউপি নির্বাচনে ২০ জন উপ-পরিদর্শকের (এসআই) শরীরে এ ক্যামেরা ব্যবহার হবে।

তিনি আরও বলেন, ক্যামেরাগুলোতে অডিও, ভিডিও ও ছবি ক্যাপচার করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও জিপিএস প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা ব্যবহারকারীর অবস্থান সহজেই শনাক্ত করা যাবে। ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত অডিও-ভিডিও কেন্দ্রীয় সার্ভারে চলে আসবে।

নুর উল্লাহ কায়সার/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।