ফেনীতে কেন্দ্রের পাশে বিস্ফোরণ, ৪ মেম্বার প্রার্থী আটক

ফেনীর ছাগলনাইয়ায় ইউনিয়ন পরিষদের ভোট চলাকালে একটি কেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২৮ নভেম্বর) সকালে শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক চার মেম্বার প্রার্থীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আটক চার মেম্বার প্রার্থী হলেন- শওকত জোবায়ের (আপেল), সোহেল রানা (ফুটবল), মোহাম্মদ সেলিম (তালা) ও মোহাম্মদ আবুল কালাম ওরপে সালামত উল্যাহ (মোরগ)। তবে বাকিদের নাম জানা যায়নি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনে প্রভাব সৃষ্টি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আছেন।
নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস