প্রতিদ্বন্দ্বী নেই ফেনীতে, চেয়ারম্যান হচ্ছেন নৌকার ৭ প্রার্থী

ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাত ইউনিয়নের চেয়ারম্যান। এরমধ্যে দাগনভূঞার ছয় ইউনিয়নের পাঁচটিতে ও সোনাগাজীর নয় ইউনিয়নের দুটিতে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন তারা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে নুর নবী, চন্দ্রপুর ইউনিয়নে মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউনিয়নে আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন ও রাজাপুর ইউনিয়নে জয়নাল আবেদীন মামুন।
এছাড়া সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মোশাররফ হোসেন বাদল ও মতিগঞ্জ ইউনিয়নে রবিউজ্জামান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
উল্লেখ্য: আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় ফেনীর সোনাগাজীর নয় ইউনিয়নে ও দাগনভূঞার ছয় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম