সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মুলকান্দি জেলেপাড়ার বিউটি বেগমকে গলাচেপে হত্যার অভিযোগে তার স্বামী সুলতানের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায় আসামিকে আরও এক বছরের কারাভোগ করতে হবে।

সোমবার (১৩ ডিসেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী মোহাম্মদ সাদ্দাম হোসেনের বড় বোন মোসাম্মৎ বিউটি বেগমের সঙ্গে ১৪-১৫ বছর আগে আসামি মো. সুলতানের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে সুলতান তার স্ত্রীকে নির্যাতন করতে থাকে। গত ২০১২ সালের ২১ ডিসেম্বর বিউটি বেগম রাতের খাবার শেষে তার স্বামীসহ সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে বিউটি বেগমের গোঙ্গানির শব্দ শুনে তার ছেলে বিপ্লবের ঘুম ভেঙ্গে যায়। বিপ্লব তার বাবা আসামি সুলতানকে তার মায়ের গোঙ্গানির কারণ জিজ্ঞাসা করলে আসামি সুলতান তার ছেলে বিপ্লবকে বলে তার মায়ের কিছু হয়নি। আসামি সুলতান বিপ্লবকে চুপ থাকতে বলে শার্ট গায়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বিউটি বেগমের আরেক ছেলে তার মায়ের সাড়া শব্দ না পেয়ে কান্নাকাটি ও চিৎকার করলে তার দাদা-দাদী সেখানে উপস্থিত হয়। পরে মোবাইলে সংবাদ পেয়ে মামলার বাদী ঘটনাস্থলে গিয়ে বিউটি বেগমের মরদেহ দেখতে পায়। বিউটি আক্তারের গলায় জখমের চিহ্ন ছিল।

এ ঘটনায় পরের দিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বিউটি বেগমের ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন একটি মামলা করেন। ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। একই বছরের ১৩ এপ্রিল সুলতানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৩ সালের ৯ জুলাই সুলতানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিভিন্ন সময় ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।