ছেলের দ্বন্দ্বে প্রাণ গেলো বাবার
মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ওয়াহিদ তালুকদার (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তিনি মারা যান।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি কৃষক ওয়াহিদু তালুকদারের ছেলে রিয়াদের সঙ্গে একই এলাকার আকবর তালুকদারের ছেলে সাব্বিরের দ্বন্দ্ব হয়। এর জের ধরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। সোমবার রাত ১১টার দিকে সাব্বির ও তার লোকজন ওয়াহিদ তালুকদারের ওপর হামলা করেন। তাকে তাকে কুপিয়ে জখম করে চলে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওয়াহিদকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান ওয়াহিদ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম জানতে পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ কে এম নাসিরুল হক/এসআর/এএসএম