বিজয়ের সুবর্ণজয়ন্তী: পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পাড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১

বিজয়ের ৫০ বছর উপলক্ষে পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পাড়ি দিয়েছেন জয়পুরহাট আর বি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সাদ রহমত উল্লাহ।

বুধবার (১৫ ডিসেম্বর) ভোর ৬টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে নওগাঁর উদ্দেশে রওনা হয়। দীর্ঘ ৫০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছান বিকেল ৪টায়।

সাদ রহমত উল্লাহ জানান, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতা শেকল ভেঙে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। জাতির ভাগ্য আকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তআভা ছড়িয়ে পড়ে দেশের এ প্রান্ত থেকে ওপ্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়, ‘জয়বাংলা’ বাংলার জয়। মুক্তিযুদ্ধের ওই দিনগুলোর কথা মনে করে দিতেই পায়ে হেঁটে দীর্ঘ ৫০ কিলোমিটার পাড়ি দিয়েছি।

রাশেদুজ্জামান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।