এবার নীলফামারীতে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

নীলফামারীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতের বিচারক মো. হাফিজুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে কোনো আদেশ দেননি।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, ১ ডিসেম্বর ফেসবুক পেজে লাইভে এসে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নারী বিদ্বেষী বক্তব্য দেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ডিজিটাল প্ল্যাটফর্মের এ পেজে সাক্ষাতকারটি গ্রহণ করেন ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদ।

বাদীর অভিযোগ, মুরাদ হাসান সাংবাধিনাকিভাবে শপথ নিয়ে তার নানাবিধ বক্তব্যের ফলে সংবিধান লঙ্ঘন করেছেন। তার বক্তব্য নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক এবং শাস্তিযোগ্য অপরাধ।

বাদীর আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো জাগো নিউজকে বলেন, আজকে মামলাটি ফাইলিং হয়েছে ও আদালতের বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। বিচারক বলেছেন আগামী দিনে এর আদেশ দেওয়া হবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।