৯৯৯-এ ফোন করে পাচার থেকে রক্ষা পেলেন তরুণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

মাদারীপুরের শিবচরে মানবপাচারকারী এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে সাভার থেকে আনা এক ভিকটিমকে (২০) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটকদের মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরিনিয়াবাদ জানান, বুধবার গভীর রাতে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি টিম কুতুবপুরের বড় কেশবপুর এলাকার শফি ফকিরের বাড়িতে অভিযান চালায়। সেখানে সাভার থেকে আনা ভিকটিমকে দুই মানবপাচারকারী আটকে রাখে। পরে পুলিশ অভিযান চালিয়ে শফি ফকিরের মেয়ে হাফিজা আক্তার ওরফে শুভতারা (২০) ও তার স্বামী ভারতীয় নাগরিক মানিক চৌধুরীকে (২৮) গ্রেফতার করে। পাচারকারীরা ভিকটিমকে একটি ঘরে আটকে রাখে। পুলিশ ওই ঘর থেকে তাকে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে যায়।

গ্রেফতার মানিক চৌধুরী কলকাতার বনগাঁও গ্রামের বিরেন বিশ্বাসের ছেলে। তিনি হিন্দু সম্প্রদায়ের লোক বলে পুলিশ জানায়। ফেসবুকে পরিচয়ের সূত্র থেকে দুই বছর আগে তাদের বিয়ে হয় বলে গ্রেফতার মানিক চৌধুরী ও হাফিজা স্বীকার করেছেন।

উদ্ধারকৃত নারীর স্বামী দিনমজুর। সাভারে বাসবাস করেন তারা। তিনি বলেন, গার্মেন্টসে বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে তারা আমাকে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে নিয়ে এসেছে। আমাকে উত্তরা না নিয়ে এখানে আনার কারণ জানতে চাইলে টালবাহানা করে। আমার কাছে তাদের উদ্দেশ্য খারাপ মনে হয়। তখন আমি লুকিয়ে ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করি। পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, গ্রেফতার মানিক চৌধুরী বিনা পাসপোর্টে মাঝেমধ্যেই অবৈধ পথে বাংলাদেশে আসেন। বিগত ৬ মাসে তিনি ৫ বার এদেশে এসেছেন। এ ব্যাপারে শিবচর থানায় মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে।

নাসিরুল হক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।