৩০ ভাগ সিলেবাস বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
৩০ ভাগ সিলেবাস বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩০ ভাগ সিলেবাস বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা।

৩০ ভাগ সিলেবাস বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

অবরোধে মহাসড়কের উত্তরবঙ্গ মুখি এলেঙ্গা ও ঢাকামুখি করটিয়া বাইপাস পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তা অবরোধ তুলে নেয় তারা।

এর আগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেয় টাঙ্গাইলের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। তারা আশেকপুর মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

৩০ ভাগ সিলেবাস বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সোহান জানায়, ‘২০২১ সালের এসএসসি শিক্ষার্থীদের জন্য ৩০ ভাগ সিলেবাস বহাল ছিল। ২০২২ সালের শিক্ষার্থীদের ৩০ ভাগ সিলেবাসের সুযোগ রাখা হয়নি। করোনা মহামারির কারণে পর্যাপ্ত লেখাপাড়ার সুযোগ বঞ্চিত হয়েছি আমরা। এ কারণে আমরা ৩০ ভাগ সিলেবাস বহাল রাখার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।