দুই অনুসারীকে পুলিশে দিলেন কাদের মির্জা
জমি দখলে গিয়ে ৮০ বছরের বৃদ্ধাকে মারধরের অভিযোগে দুই অনুসারীকে পুলিশে দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে দুজনকে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হচ্ছে- বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়া গ্রামের মাস্টার পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে মো. সাজু (২৮) ও মো. মুজিবুর রহমানের ছেলে মশিউর রহমান মামুন (২৫)।
এর আগে নির্যাতিতা বেগম রোকেয়া (৮০) বাদী হয়ে থানায় দুজনের বিরুদ্ধে মারধরের মামলা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, জমি দখলে বাধা দেওয়ায় উপজেলার চরপার্বতী ৩ নম্বর ওয়ার্ডের ওই বৃদ্ধাসহ পরিবারের লোকজনকে পিটিয়ে জখম করে। বিষয়টি বুধবার রাতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে জানালে তিনি তাৎক্ষণিক দুই অনুসারীকে ডেকে এনে পুলিশে সোপর্দ করেন।
তিনি আরও জানান, আসামি সাজুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরও চারটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম