নেত্রীর মুক্তির জন্য আমরা শেষ খেলা খেলবো: দুদু
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। লড়াই শুরু করেছি, খেলা হবে মাঠে। নেত্রীর মুক্তির জন্য আমরা শেষ খেলা খেলবো।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন-উর- রশিদ, রংপুর বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু প্রমুখ।
জাহিদ খন্দকার/এসআর/এএসএম