ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০১:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২১

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ভাদসা ইউনিয়নের দুর্গাদহ বাজারে এ ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে ওই বাজারে মানব বন্ধন করেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা।

jagonews24

নৌকা মার্কার কর্মী-সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা প্রতীকের হায়দার আলীর কর্মী সুনিল কুমারের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মী-সমর্থকরা।

স্বতন্ত্র প্রার্থী হায়দার আলীর অভিযোগ, গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী হিসেবে কাজ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা সুনিল কুমার। তবে এবার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় স্বতন্ত্র প্রার্থী হায়দার আলীর পক্ষে কাজ করছেন তিনি। এতে প্রতিহিংসা পরায়ণ হয়ে নৌকা মার্কার কর্মী-সমর্থকরা তার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন।

jagonews24

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সুনিল কুমার অভিযোগ করেন, নৌকার কর্মী-সর্মথকরা তার ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে। এতে তার ৪০০ মন পাটসহ গুদাম ঘর, প্রায় দেড় লাখ টাকার ফলমূলসহ ফলের গুদাম ও চারটি ঘর পুড়ে গেছে। এতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান।

তবে এ বিষয়টি নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরোয়ার হোসেন স্বাধীন অভিযোগ অস্বীকার করেন।

এদিকে, বার বার কল করলেও ফোন ধরেননি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

রাশেদুজ্জামান/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।