চাটখিলে ইউপি সদস্য পদে চাচা-ভাতিজার লড়াই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১
চাচা রুহুল আমিন পাটোয়ারী (বামে) ভাতিজা দিদারুল আলম সুজন (ডানে)

নোয়াখালীর চাটখিলের ৪নং বদলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে জমে উঠেছে চাচা-ভাতিজার নির্বাচনী লড়াই।

৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে চাচা মো. রুহুল আমিন পাটোয়ারী (টিউবওয়েল) ও ভাতিজা মো. দিদারুল আলম সুজন (আপেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ওয়ার্ডে আরও পাঁচ প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন, রুবেল গাজী (ভ্যানগাড়ি), বেল্লাল হোসেন (তালা), লোকমান বেঙ্গল (মোরগ), মোবারক হোসেন (ফুটবল) ও নজরুল ইসলাম (সিলিং ফ্যান)।

ভাতিজা মো. দিদারুল আলম সুজন জাগো নিউজকে বলেন, ভোটের মাঠে আমার অবস্থান শক্ত। চাচা অনেক আগে একবার মেম্বার ছিলেন। অন্য প্রার্থীরা সুবিধা নিতে চাচাকে প্রার্থী করিয়েছে।

ভ্যানগাড়ি প্রতীকের প্রার্থী রুবেল গাজী জানান, 'সুষ্ঠু ভোট হলে নির্বাচিত হবো। চাচা-ভাতিজাসহ বাকি ছয়জনের চাইতে মানুষ আমাকে অনেক কাছে পাবে। অবাধ নিরপেক্ষ ভোটের জন্য সবার সহযোগিতা কামনা করি।

বদলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোট ভোটার এক হাজার ৮০০। এরমধ্যে পুরুষ ৯০৯ ও মহিলা ৮৯১।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।