প্রকাশ্যে নৌকায় মারতে হচ্ছে সিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইলের ভুঞাপুরে ইউপি নির্বাচনে ভোটারদের নৌকায় প্রকাশ্যে সিল দিতে বাধ্য করা হচ্ছে। তবে এই বিষয়ে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার ১০৫নং বঙ্গবন্ধু পূর্ব পুনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

ভোটাররা জানান, প্রভাবশালী প্রার্থীদের এজেন্টদের ইশারায় প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় তারা হুমকি ধামকি দিচ্ছে।

প্রিসাইডিং অফিসার খায়রুল ইসলাম জানান, এ কেন্দ্রে ৩১৮৫ জন ভোটার রয়েছে। প্রকাশ্যে সিল না মারার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ঘাটাইল উপজেলার আনেহলা, ঘাটাইল, দিগড়, দিগড়কান্দি, দেউলাবাড়ী, দেওপাড়া, লোকেরপাড়া, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া, গালা, ঘারিন্দা, দাইন্যা, পোড়াবাড়ি, বাঘিল, মগড়া, হুগড়া ও ভূঞাপুর উপজেলার অর্জুনা, অলোয়া, গাবসারা, গোবিন্দাসী, নিকরাইল এবং ফলদা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, সকাল ৮টা থেকে জেলার তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে এবং সাধারণ কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে প্রতিটি কেন্দ্রে ১৮ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন। প্রতিটি উপজেলায় র্যাব এবং ডিবির টিমও কাজ করছে। আশা করছি বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু হবে

আরিফউর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।