৮৮ বছর বয়সে ইভিএমে প্রথম ভোট দিলেন মর্জিনা
বগুড়া জেলার ১৩ ইউপির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ টানা বিকেল ৪টা পর্যন্ত চলে।
জেলার কাহালু উপজেলার ৮টি, নন্দীগ্রাম উপজেলার ৪টি ও সদর উপজেলার ১টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর মধ্যে সদরের এরুলিয়া ইউনিয়নে ইভিএম এবং ১২টি ইউপিতে ব্যালটে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ ওয়ার্ডে ৪১৫ জন ও এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদ সেন্টারে দুপুর ১২টায় ইলেকট্রনিক ভোটিং (ইভিএমে) ভোট দেন উপজেলার এরুলিয়া পূর্বপাড়ার ৮৮ বছর বয়সী মর্জিনা বেগম।
তিনি বলেন, খুব কম সময়ে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে অনেক আনন্দিত তিনি।
এমআরএম/জিকেএস