প্রার্থিতা ফিরে পেলেন শুভ, মির্জাপুরে আনন্দ মিছিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান তিনি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে। পরে খান আহমেদ শুভ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

প্রার্থিতা ফিরে পেলেন শুভ, মির্জাপুরে আনন্দ মিছিল

এর আগে গত ২০ ডিসেম্বর টাঙ্গাইলে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির জামিনদার হওয়ায় খান আহমেদ শুভর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

এদিকে খান আহমেদ শুভ প্রার্থিতা ফিরে পাওয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে মির্জাপুর সদরে আনন্দ মিছিল বের হয়। এছাড়া উপজেলার ১৪টি ইউপিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রসহ আনন্দ মিছিল করেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিষ্টিও বিতরণ করা হয়।

প্রার্থিতা ফিরে পেলেন শুভ, মির্জাপুরে আনন্দ মিছিল

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, খান আহমেদ শুভ প্রার্থিতা ফিরে পাওয়ায় আমরা উৎফুল্ল। দলের নেতাকর্মীরাও উৎসাহ-উদ্দীপনা নিয়ে নৌকার প্রচারণা চালাবেন বলে আশা করছি।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় খান আহমেদ শুভ জানান, নিজে কোনো ঋণ গ্রহণ করিনি এবং ঋণ খেলাপিও ছিলাম না। এক ব্যক্তির ঋণের জিম্মাদার থাকার কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। আপিলে ন্যায়বিচার পেয়েছি।

প্রার্থিতা ফিরে পেলেন শুভ, মির্জাপুরে আনন্দ মিছিল

উল্লেখ্য, উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ ছাড়াও জাতীয় পার্টির জহিরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী ও ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৬ জানুয়ারি এ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এস এম এরশাদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।