বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৭ ডিসেম্বর ২০২১

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচন স্থগিত করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২২ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশে ওই নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। ওই আদেশের প্রেক্ষিতে ২৮ ডিসেম্বর নির্বাচনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এমনকি ওই পত্রে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথযাথ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েলে বলে জানান তিনি।

এ বিষয়ে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের আহ্বায়ক খোরশেদ আলম জানান, এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।