অটোরিকশা থেকে ৪৩৫২ ভোট কম পেল নৌকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১
নৌকা প্রতীকের প্রার্থী আজহার আলী

বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজহার আলী ভোট পেয়েছেন মাত্র ১১২টি। নয় কেন্দ্রে তিনি এই পরিমাণ ভোট পেয়েছেন।

চতুর্থ ধাপে রোববার (২৬ ডিসেম্বর) ওই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আজহার আলী কালাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে (থিয়ট) ৪ ভোট, ২ নম্বর ওয়ার্ডে (রাজবাটী) ২৬ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে (মাঝপাড়া) ১৪ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে (পিলকুঞ্জ মাদরাসা) ১ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে (পিলকুঞ্জ বিদ্যালয়) ৫ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে (কণিপাড়া) ১১ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে (তিনদিঘী) ৩৭ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে (কাউড়া) ৩ ভোট এবং ৯ নম্বর ওয়ার্ডে (পাঁচগ্রাম) ১১ ভোট পেয়েছেন।

এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীক নিয়ে জুবায়দুর রহমান সবুজ চার হাজার ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৩৯৬ ভোট। এছাড়া বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হান্নান টেলিফোন প্রতীকে তিন হাজার ৮৩, আনারস প্রতীকে রুবেল হোসেন এক হাজার ৬৪৪, স্বতন্ত্র প্রার্থী শাজাহান আলী ঘোড়া প্রতীকে ৭৫৩ এবং স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম আলী সরদার মোটরসাইকেল প্রতীকে ৭০৩ ভোট পেয়েছেন।

এদিকে চতুর্থ ধাপে বগুড়ায় তিনটি উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৩টির মধ্যে মাত্র তিনটি ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ এতথ্য নিশ্চিত করেছেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।