দুর্বৃত্তের আগুনে নৌকার অফিস পুড়ে ছাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৯ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অস্থায়ী ওই অফিসের চেয়ার টেবিল পুড়ে ছাই হয়ে যায়। বুধবার ভোর ৪টার দিকে ২ নম্বর ওয়ার্ডের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে কর্মীরা ওই অফিস থেকে কয়েকটি টিমের মাধ্যমে ভাগ হয়ে নৌকা প্রার্থীর প্রচারণা চালান। রাত ১১টা পর্যন্ত নেতাকর্মীরা ওই অফিসে অবস্থান করেন। ভোর চারটার দিকে দুর্বত্তরা ওই নির্বাচনী অফিসে আগুন দেয়। এতে অফিসে টাঙানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, চেয়ার ও টেবিল পুড়ে ছাই হয়ে যায়।

নৌকা প্রার্থী হুমায়ুন কবীর বলেন, এই ইউনিয়নে আমি ও বিএনপি সমর্থিত একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। রাতের আঁধারে দুর্বৃত্তরা নৌকার অফিস পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এস এম এরশাদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।