ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১
শজিমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক তৌহিদুল ইসলাম তুহিন

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক তৌহিদুল ইসলাম তুহিনকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এ সময় তুহিনের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শজিমেকের ২ নম্বর গেটের বিপরীত পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে শজিমেকের ২ নম্বর গেটের বিপরীত পাশের নতুন রাস্তায় ইন্টার্ন চিকিৎসক তুহিন এবং তার এক বন্ধু হাঁটছিলেন। এমন সময় তিন ছিনতাইকারী পথরোধ করে তাদের কাছে থাকা সব জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তুহিন রাজি না হলে ওই তিন ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে তারা তুহিনের পিঠ ও হাতের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

শজিমেক ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনি বলেন, ক্যাম্পাসের মধ্যে আমরা কেউ নিরাপদ নই। আমরা নিরাপদ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকা চাই। ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নইলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শিক্ষার্থীরা।

বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।