নৌকা-মোটরসাইকেলকে হারিয়ে অটোরিকশার জয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান আতিক

বগুড়া সদরের এরুলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অটোরিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিক ৮ হাজার ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ. আলীম মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৭০২ এবং নৌকা প্রতীকে শফিকুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৫২৪ ভোট।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এএসএম জাকির হোসেন।

২৬ ডিসেম্বর এ ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৪২০ জনের মধ্যে ১৭ হাজার ৬৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।