লক্ষ্মীপুরে ১০৭ অসহায় রোগী পেলেন ৪৫ লাখ টাকার অনুদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০২ জানুয়ারি ২০২২

লক্ষ্মীপুরে জটিল রোগে আক্রান্ত ১০৭ অসহায় রোগীর মাঝে ৪৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দুপুরে জাতীয় সমাজসেবা দিবসে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ চেকগুলো হস্তান্তর করা হয়।

jagonews24

সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

উল্লেখ্য, কর্মসূচির আওতায় জেলার ৮৭ রোগীকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া অসহায়-দুস্থ আরও ২০ জনের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের এক লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।