চলন্ত মোটরসাইকেলে ছবি তুলতে গিয়ে প্রাণ গেলো মেয়রপুত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
নিহত হৃদয় হোসেন

জয়পুরহাটের পাঁচবিবিতে চলন্ত মোটরসাইকেলে ছবি তুলতে গিয়ে হৃদয় হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় হোসেন জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানার ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ‘বিকেলে জয়পুরহাট-হিলি সড়কের দরগাপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলে কয়েকজন দ্রুত গতিতে জয়পুরহাটের দিকে আসছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট থেকে হিলির দিকে আসা অন্য একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে হৃদয় মারা যান।’

তিনি আরও বলেন, তারা চলন্ত মোটরসাইকেলে ছবি তুলছিল বলে স্থানীয়রা জানান।

এ সময় নওগাঁর বদলগাছী উপজেলার নুর মোহাম্মদের ছেলে আল-আমিন (৪০), একই উপজেলার সবুজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আল-আমিন (৩০), একই উপজেলার মৃত বনু মিয়ার ছেলে নাজমুল (৩০), ছাদেকুল ইসলামের ছেলে মো. রনি (২০), মোজাফফর হোসেনের ছেলে মো. ছাব্বির (৩০) ও হারুঞ্জা গ্রামের বুলবুলের ছেলে নাজমুল (২২) গুরুতর আহত হন।

খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসকর্মীরা হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে রনি, আল আমিন সাব্বিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।