চট্টগ্রাম বন্দরে ৬৮ লাখ টাকার মালামাল জব্দ


প্রকাশিত: ০২:০০ পিএম, ২০ নভেম্বর ২০১৪

ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির অভিযোগে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ৬১৭ মণ শ্যুটিং ফেব্রিক্স জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে পণ্যের শতভাগ কায়িক পরীক্ষা শেষে জালিয়াতির প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বসুনিয়া টেক্সটাইল লিমিটেড পোষাক শিল্পের কাঁচামাল হিসাবে চীন থেকে ২৪ হাজার ৪০০ কেজি পলিয়েস্টার ফেব্রিক্স আমদানির ঘোষণা দেয়। এতে ৬৩ লাখ টাকা শুল্কমুক্ত সুবিধা পায় প্রতিষ্ঠানটি। কিন্তু শুল্কমুক্ত আওতায় পড়ে না এমন পণ্য আমদানি করার তথ্য পাওয়ায় পণ্যের ছাড়করণ কার্যক্রম স্থগিত করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারি কমিশনার আমীমুল ইহসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিথ্যা ঘোষণায় পণ্য আনার তথ্য থাকায় গত সপ্তাহে পণ্যের ছাড়করণ বন্ধ রাখা হয়। ঘোষণা বহির্ভুত পণ্য আমদানি করে প্রায় ৬৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ায় এসব পণ্য জব্দ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।