পার্বতীপুরে ট্রেন চালক গ্রেফতার


প্রকাশিত: ০২:৩০ পিএম, ২০ নভেম্বর ২০১৪

দিনাজপুরের পার্বতীপুরে ১৫ বোতল ফেন্সিডিলসহ সহকারী ট্রেন চালক ও রেল শ্রমিক ও কর্মচারী দলের লোকোসেড শাখার সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় চন্ডিপুর ইউনিয়নের মাদকপাড়া হিসেবে পরিচিত চৈতাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন, ট্রেন চালক সানোয়ার হোসেন (৩৫) ও কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় খালাসী ইলিয়াস আলী (৩৭)। সানোয়ার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মিনহাজুল হকের ছেলে ও ইলিয়াস আলী শহরের ইসলামপুর কালীবাড়ী মহল্লার মাজেদ আলীর ছেলে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজন রেলের তেল পাচারের সাথেও সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।