কম্বল পেল কুড়িগ্রামের শতাধিক মানুষ
উত্তরে সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে শীতের দাপট কমছেই না। ফলে ঠান্ডায় বিপাকে রয়েছেন খেটে-খাওয়া ও দিনমজুরসহ চরাঞ্চলের মানুষজন। তাই শীত নিবারণে জেলা সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শতাধিক অসহায় ও বৃদ্ধা নারী পুরুষকে কম্বল দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর আওয়ার কান্ট্রি (এলওসি)।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে পাঁচগাছি কলেজ মাঠে তাদের কম্বল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার, ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, ওমিকন গ্রুপের আইন কর্মকর্তা আখতারুজ্জামান বাবুসহ স্থানীয় সাংবাদিকরা।
এলওসির পক্ষে উপস্থিত ছিলেন- সংগঠনটির স্টেয়ারিং বোর্ডের সদস্য শেখ সজিব, আসিফ আব্দুল্লাহ, মেহেদি হাসান শিপন।
কম্বল পেয়ে উচ্ছ্বসিত পাঁচগাছি ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা নচিমন (৭৫) বলেন, ‘কয়দিন থাকি খুউব ঠান্ডা যাবার নাগচে। কম্বল খ্যান গাত দিয়ে জারোত শান্তি মতন নিন্দ পাইরবের পাইম। আল্লাহ বাবাগরে ভালো কইরবে।’
একই ইউনিয়নের ছত্রপুর গ্রামের আছিয়া (৬৫) বলেন, ‘ঠান্ডাত কয়দিন থাকি কাঁইপ্পের নাগচোং। আইত করি ঘরোত শুরশুর করি বাতাস ঢোকে। কম্বল প্যায়া ভালো হইল।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ঠান্ডা উপেক্ষা করেই অনেক বৃদ্ধ মানুষ এখানে কষ্ট করে এসেছেন। এসব অসহায় মানুষের কম্বল দিতে ঢাকা থেকে যারা এসেছেন তাদের এটা ভালোবাসার বহিঃপ্রকাশ।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, আমার ইউনিয়নের অধিকাংশ এলাকাই চরাঞ্চল। এসব এলাকার অধিকাংশ মানুষই খেটেখাওয়া ও নিম্ন আয়ের। ফলে অনেকেই শীতবস্ত্র কিনতে না পারায় ঠান্ডায় কষ্টে দিন অতিবাহিত করছেন। তাদের সহায়তায় এগিয়ে আসায় এলওসি সংগঠনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
এলওসির সমন্বয়ক অ্যাডভোকেট আসিফ আব্দুল্লাহ বলেন, আমরা কিছু বন্ধু মিলে সংগঠনটি তৈরি করেছি। এ সংগঠনের মাধ্যমে আমরা নিজেদের অর্থায়নে সমাজের অবহেলিত, বঞ্চিত দুঃস্থ ও অসহায় মানুষদের শীতবস্ত্রসহ নানা কাজে সহযোগিতা করে আসছি। আজ সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের শতাধিক অসহায় মানুষকে কম্বল দিয়ে উষ্ণতার পরশ দিতে পেরে আমরা বন্ধুরা খুবই আনন্দ বোধ করছি। ভবিষ্যতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা করবো।
মাসুদ রানা/এসজে/জেআইএম