বেড়ানোর নামে বাল্যবিয়ের আয়োজন, রুখলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:০৭ এএম, ১১ জানুয়ারি ২০২২
প্রতীকী ছবি

নানা বাড়িতে বেড়ানোর নাম করে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের যাবতীয় আয়োজন করা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ওই শিক্ষার্থী।

সোমবার (১০ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গার সালামত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে ওই শিক্ষার্থীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভিকটিম ১৪ বছরের এক কিশোরী। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বেড়ানোর নাম করে তাকে সালামত বাজার নিয়ে আসা হয়। কিন্তু আসলে এখানে কিশোরীর বিয়ের আয়োজন করা হয়।

কিশোরী মেয়ের বিয়ের আয়োজন দেখে প্রতিবেশীদের একজন ৯৯৯ নম্বরে ফোন করেন। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বিয়ে ভেঙে দেয়। পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয় বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।

সালাউদ্দীন কাজল/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।