মধ্যরাতে রেলস্টেশনে শীতার্তদের পাশে পুলিশ সুপার

নোয়াখালীর সোনাপুর ও মাইজদী রেলস্টেশনে মধ্যরাতে ১০০ জন ভাসমান অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় স্টেশনে ছিন্নমূলদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সীমা পারভীন নিশি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যেতী খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোতাহিন বিল্লাহ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, প্রচণ্ড শীতে কাবু ভাসমান শীতার্ত লোকজনকে মানবিক সহায়তা হিসেবে এ শীতবস্ত্র দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইকবাল হোসেন মজনু/এমকেআর