কাজিপুরে আ’লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জের কাজিপুরে শহিদ সরোয়ার (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার গান্দাইল ইউনিয়নের বড় মসজিদ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত শহিদ সরোয়ার গান্দাইল গ্রামের মৃত শাহ আলী মাস্টারের ছেলে ও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, আজ বিকেলে ১০-১৫টি মোটরসাইকেলযোগে কিছু ছেলে বড় মসজিদ মোড়ে অবস্থান করছিলেন। শহিদ সরোয়ার ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে তারা অতর্কিতভাবে হামলা করেন। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে স্থান ত্যাগ করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, শহিদ সরোয়ার নামের একজন আহত হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।