পঞ্চগড়ে পাঁচদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২২

শীতের জেলা পঞ্চগড়ে টানা পাঁচদিন ধরে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগে সোমবার (১৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে রাতে শীত বেশি হলেও প্রায় প্রতিদিন সকাল ৮-৯টার মধ্যে সূর্যের দেখা মিলছে। এতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমেছে।

Panchagarh-Cold

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে দিনের তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রির মধ্যে অবস্থানকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ এর মধ্যে মাঝারি এবং ৪-৬ মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসেবে পঞ্চগড় এবং তেঁতুলিয়ায় পাঁচদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

Panchagarh-Cold

এদিকে মঙ্গলবার সকাল ৯টা পযর্ন্ত ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। বেলা ১১টার মধ্যেই কড়া রোদ দেখা যায়। তবে প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাসের ফলে কনকনে শীতে কাহিল হয়ে পড়েন দুঃস্থ মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, সোমবারের তুলনায় মঙ্গলবার রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বিকেলের পর থেকে পরদিন সকাল পযন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

সফিকুল আলম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।