পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২২ জানুয়ারি ২০২২
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল

পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম খলিল সদর ইউনিয়নের গোফাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ওষুধের ব্যবসাও করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি মামলায় ২০ জানুয়ারি ছয় বিএনপি নেতাকর্মীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে ওই রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে একটি পোস্ট দেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বর্তমান সরকার ও আদালতের রায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মনে ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম সৃষ্টির অপরাধে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

সফিকুল আলম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।