পেটে বিশেষ কায়দায় বেঁধে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৮ জানুয়ারি ২০২২
গ্রেফতার লিটন ও মাহবুর

যশোরের বেনাপোলে পেটে বিশেষ কায়দায় বেঁধে দুই কেজি ভারতীয় গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিটন (৩০) বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের গনি মিয়ার ছেলে ও মাহবুর (১৬) একই থানার সাদিপুর গ্রামের ছব্বত আলীর ছেলে।

বেনাপোল জিআরপি পুলিশের এস আই সেফাত আলী বলেন, গ্রেফতারকৃতরা রেলস্টেশন ঘোরাফেরা করলে সন্দেহ হয়। এসময় তল্লাশি করলে দুইজনের পেটে বাঁধা দুই কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়। পরে মাদক আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার কর্তব্যরত এস আই মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৮ জানুয়ারি) তাদের যশোর আদালতে পাঠানো হবে।

জামাল হোসেন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।